ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৮ ইংরেজি সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় সমিতির হাউজিং এস্টেটস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন ও এডভোকেট ফজলুর রহমান শিপুর যৌথ পরিচালনায় ২০১৭ইং সনের সভার কার্যবিবরণী ও ২০১৮ ইং সনের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন। অডিট রিপোর্ট উপস্থাপন করেন এডভোকেট মোঃ আজিজুর রহমান।
সাধারণ সভায় আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন- মোঃ শফিকুর রহমান, মোঃ হাছনু চৌধুরী, সজল কুমার রায়, আমিনুল ইসলাম, মুমিনুল হক শাহিন, মাসুদ রানা, কামাল আহমদ প্রমুখ।
সভায় সংশোধনীসহ সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অডিট রিপোর্ট গৃহীত হয়। এছাড়াও ২০২০ইং সনের সমিতির নির্বাচনের জন্য এডভোকেট ফজলুর রহমান শিপুকে নির্বাচন কমিশনার ও ২০১৯ইং সনের হিসাব নিরীক্ষকের জন্য মারুফ আহমদকে সাধারণ সভায় মনোনীত করা হয়।
সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ২০১৮ইং সনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৯ইং সনের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল আলীম পাঠানকে ফুল দিয়ে বরণ করে দায়িত্বভার হস্তান্তর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech