ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সংগঠনের আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় লাখাউর ইসলামপুর পোড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ট্রাইবাল ওয়লফেয়ার এসোসিয়েশনের সভাপতি দানেস সাংমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনিম আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতার্তরা আমাদেরই কারো না কারো আপনজন, তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে অনেকে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও জনকল্যাণে আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন উরাং এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি। এসময় ুদ্র নৃ-তাত্ত্বিক (আদিবাসী) জন গোষ্ঠি ২৫০টি পরিবাররের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech