ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক গত ২০১৮ সালে গৃহীত ‘কিপ সিলেট কিন’ কর্মসূচির ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সিসিক।
২৬ জানুয়ারী ২০১৯ইং শনিবার বেলা ২টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্টপয়েন্ট সংলগ্ন রাস্তায় ফুটপাত দখলমুক্তকরণ অভিযান অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, সিটি কর্পোরেশন ও এসএমপি’র কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
চেম্বার সভাপতি এ মহতি উদ্যোগ গ্রহণের জন্য সিটি কর্পোরেশন-কে ধন্যবাদ জানান। তিনি ফুটপাত দখলমুক্তকরণ কর্মসূচিতে সিলেট চেম্বারের একাত্মতা ঘোষণা করেন এবং এব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech