ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেছেন, সমাজে দিন দিন মানুষের মধ্যে আস্থার অভাব দেখা দিচ্ছে। এ কারণে মানুষ আদালত মুখী হচ্ছেন। একে অপরের বিরুদ্ধে মামলা মোকদ্দমায় জড়াচ্ছেন। ফলে সমাজে আস্থার অভাব দেখা দিচ্ছে। মানুষের মধ্যে একে অপরের আস্থা তৈরী করতে, মানুষের নৈতিকতা বিকশিত করতে হবে। এতে রোটারিয়ানরা এগিয়ে আসতে পারেন। রোটারীর মাধ্যমে মানুষের মধ্যে আস্থার বিকাশ ঘটাতে হবে। রোটারীয়ানরা চাইলেই সমাজের অনেক ব্যাধি দূর করতে পারেন। তারা ঐক্যবদ্ধ হলে সমাজের অনেক ব্যাধি দূর হবে।
তিনি শনিবার রাতে নগরের একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির তৃতীয় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব সভাপতি ইকলাল আহমদের সভাপতিত্বে ও চার্টাড প্রেসিডেন্ট অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভূঁইয়া, পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অব. আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডা. বেলাল উদ্দিন আহমদ, ডেপুটি গভর্নর সেলিম খান এসিস্ট্যান্ট গভর্নর নিরেশ চন্দ্র দাস, রোটারিয়ান মাহবুব ছোবহানী, রোটারিয়ান এ এইচ এম ফয়সল, ইনকামিং ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান, পিডিআর আর শাহ জুনেদ আলী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সিলেট ও চট্রগ্রামের বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech