শাওমির ফোনে ২৪ মেগাপিক্সেলের দুই সেলফি ক্যামেরা

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

শাওমির ফোনে ২৪ মেগাপিক্সেলের দুই সেলফি ক্যামেরা

২৫ অক্টোবর আন্তর্জাতিক বাজারে আসছে শাওমির নতুন ফোন। এটি মি মিক্স থ্রি। এই ফোনটিতে একাধিক বিশেষ বিশেষ ফিচার রয়েছে। এতে থাকছে ২৪ মেগাপিক্সেলের দুই সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে ১০ জিবি র‌্যাম এবং ফাইভ জি কানেকটিভিটি থাকছে।

মি মিক্স থ্রি ফোনটিতে ফাইভ জি নেটওয়ার্ক সমর্থন করবে। এটি হবে শাওমির প্রথম ফাইভ জি ফোন। এছাড়াও এতে থাকছে ১০ জিবি র‌্যাম।

ফোনটিতে থাকবে স্লাইডার ক্যামেরা। এর আগে অপো ফাইন্ড এক্স ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

কিছুদিন আগে এক প্রতিবেদন মারফর জানা গিয়েছিল ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম স্টোরেজের এই ফোনের দাম হবে ৫১০ মার্কিন ডলার। ৬ জিবি র‌্যামের আরেকটি ভার্সন পাওয়া যাবে ১২৮ জিবি রম ভার্সনে। এর দাম হবে ৫৫৫ মার্কিন ডলার।

এছাড়াও ৮ জিবি র‌্যামের একটি ভার্সন মিলবে ১২৮ জিবি স্টোরেজে। এটি পাওয়া যাবে ৬০০ মার্কিন ডলারে। ৮ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি রমের আরেকটি ভার্সন পাওয়া যাবে ৬৪৫ মার্কিন ডলারে।

১০ জিবি র‌্যাম ভার্সনের ফোনটির দাম এখনো জানা যায়নি।

মি মিক্স থ্রি মডেলের ফোনটিতে থাকছে স্যামসাংয়ের কিউএইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। এই ফোনের ভেতরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। এর সেলফি ক্যামেরা হবে ২০ মেগাপিক্সেলের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর