ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সুরমা বয়েজ ক্লাব যেভাবে দেশ ও সমাজের উন্নয়নের জন্য যুব সমাজকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে, তা দেখে আমি গর্বিত। একটি সামাজিক সংগঠন ৩৪টি বছর ধরে সরকার ও সিটি কর্পোরেশনের পাশাপাশি কাজ করে গেলে দেশ ও সমাজ দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এমন একটি সামাজিক সংগঠনের সাথে নিজেকে দীর্ঘদিন যাবত রাখতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি সুরমা বয়েজ ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
তিনি সুরমা বয়েজ ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা সিলেটের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, সেই সব গুণীজনদের বের করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করাতে ক্লাব সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। ক্লাবটি প্রত্যেকবার প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজনদের সম্মাননা প্রদান করে থাকে। এটা নিশ্চই প্রশংসনীয়। সমাজে নতুন গুণীজন তৈরীতে সম্মাননা প্রদানের এই ধারা অব্যাহত রাখতে তিনি ক্লাব সদস্যদের আহ্বান জানান।
মেয়র আরিফ রোববার রাতে নগরের কলবাখানী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সুরমা বয়েজ ক্লাবের ৩৪বছর পূর্তি ও ৩৫ বছরে পদার্পন উপলে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক আরিফ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুলসুমা বেগম পপি, ক্রীড়া ব্যক্তিত্ব মিজান আজিজ চৌধুরী সুইট।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর রেজওয়ান আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আতাউর রহমান আতা, ক্লাবের সিনিয়র সদস্য গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, দৈনিক যুগভেরীর কম্পিউটার ইনচার্জ শফিকুর রহমান, সদস্য কয়েস আহমদ দারা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech