ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
নগরের বন্দরবাজারে সব রকমের আধুনিক সুযোগ সুবিধা দিয়ে প্রবাসীদের অর্থায়নে হোটেল ওরিয়েন্টেল আবাসিকের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে এক দোয়া মাহফিল ও সংপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার সভার বক্তব্যে হোটেল ওরিয়েন্টেলের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা মোমেন বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রবাসীরা দেশে অর্থবিনিয়োগ করতে এগিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের পর্যটন শিল্পের কথা মাথায় রেখে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হোটেল ওরিয়েন্টেলের যাত্রা শুরু হয়েছে। তিনি প্রবাসীদের অর্জিত অর্থ দেশ ও দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান। এতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। এতে দোয়া পরিচালনা করেন রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শিহাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দরগাহ মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুহ্বিবুল হক গাছবাড়ী, হোটেল ওরিয়েন্টেলের ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ মোস্তাফা মোবিন, মো. নজরুল ইসলাম, মো. ফটিক মিয়া, গয়াছ মিয়া, এমরান উদ্দিন, আব্দুল কাইয়ুম, সাঈদুর রহমান, মো. ইমরুল, মঞ্জুরুল আলম দাদুল, ফখর উদ্দিন, এনাম উদ্দিন, জয়নাল মিয়া, শাহনুর আলী, মাহমুদুর রহমান, ফয়সল আহমদ, আনা মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech