দেড় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

দেড় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ

প্রায় দেড় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ। গত রোববার রাত এগারোটায় নগরের শাহজালাল মাজার গেইট প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ বিতরণের মাধ্যমে ক্লাবটি তার জানুয়ারী মাসের ৩৪ তম প্রজেক্ট সম্পন্ন করলো।

ক্লাব সভাপতি রোটারিয়ান আলী মিরাজ মোস্তাকের সভাপতিত্বে ও রোটারিয়ান মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটা: মোঃ মাহমদুর রশিদ দিদার, মেট্রোপলিটন রোটারি ক্লাবের পিপি মোশারফ হোসেন জাহাঙ্গীর, রোটারি ক্লাব অব সিলেট,গ্রীণ এর আই পি পি রোটা: আতাউর রহমানমিলন, পিপি রোটা: আব্দুস সালাম, পাইওনিয়ারের আই পি পি রোটা: আব্দুল্লাহ আল জাকির, রোটারী ক্লাব অব শ্যামল সিলেটের প্রেসিডেন্ট আব্দুল কাদির, রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের প্রেসিডেন্ট রাহিম ইসমাল মিসলু, রোটারী ক্লাব অব সিলেট পাওইনিয়ারের প্রেসিডেন্ট ইলেক্ট মাহবুব ইকবাল মুন্না, ক্লাব ট্রেজারার মোঃ জোমান তারেক, অসিউর রহমান, আক্তার হোসেন, সোহরাব আলী, কবির আহমদ, আলী নেওয়াজ আজিজ, কামরান আহমদ মিঠু প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলী মিরাজ মোস্তাক বলেন, প্রচন্ড এই শীতে অসহায় মানুষরা খুব কষ্টে রাত যাপন করে। তাদের যাতে কষ্ট একটু দূর হয় এজন্য আমাদের ক্লাব তাদের পাশে এসে দাড়িয়েছে। মানবতার সেবায় রোটারী ক্লাব অব সিলেট গ্রীণের জনকল্যাণমুখী এই ধরণের কর্মকান্ড আগামী তে আরও গতিশীল ভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি খুব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে প্রজেক্ট টি সম্পন্ন করায় ক্লাব মেম্বারবৃন্দ ও উপস্থিত সকল রোটারিয়ানবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর