ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯
বৃহত্তর মদিনা মার্কেটের ফল ব্যবসায়ী সাহাব উদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্র“য়ারী শনিবার মদিনা মার্কেট এলাকায় বৃহত্তর মদিনা মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মৃত সাহাব উদ্দিনের ছোট ভাই সাজ্জাদ আহমদ, মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আমির মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শিবলী আহমদ, ব্যবসায়ী আশিক আলী মাসুক, মহসিন আহমদ, মিজানুর রহমান জিতু, জুবেল আহমদ, আব্দুল মুমিন, সুরমা বাবু, তোফায়েল আহমদ, হাবিবুর রহমান, এম.এ কাইয়ুম, বাবলু আহমদ, বাদশা মিয়া, আতিকুর রহমান আতিক, ইব্রাহিম মিয়া, আব্দুল করিম সাচ্চু, আহাদ মিয়া, তাহমিদ আহমদ নাদেল, ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন, ফল ব্যবসায়ী সাহাব উদ্দিন একজন নিরীহ লোক ছিলো। কিন্তু যারা তাকে হত্যা করেছে তারা কখনো পার পাবে না। তাদের বিচার অচিরেই হবে। একজন ব্যবসায়ী হিসেবে আমরা সর্বস্তরের ব্যবসায়ীরা এ হত্যার নিন্দা জানাই এবং এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে ফল ব্যবসায়ী সাহাব উদ্দিনের খুনীদের গ্রেফতার করুন, অন্যথায় সর্বস্তরের ব্যবসায়ীরা কঠিন আন্দোলন ডাক দিতে বাধ্য হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech