সিএনজি ফিলিং স্টেশন-ওনার্স এসোসিয়েশনের সভা

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

সিএনজি ফিলিং স্টেশন-ওনার্স এসোসিয়েশনের সভা

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের কার্যকরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা ও ২ মার্চ কেন্দ্রীয় সভা সফলের লক্ষ্যে ৩ ফেব্রুয়ারি রোববার রাত ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের কার্যকরি কমিটির সভাপতি আব্দুল্লাহ আল্ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাজুওয়ান আহমদ, চেম্বারের পরিচালক ও সংগঠনের সহ সভাপতি হুমায়ুন আহমদ, মাছুম আহমদ প্রমুখ।

সভায় আগামী ২১ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল্ মাহমুদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য এ. এস মহবুব আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর