আইনজীবী সমিতির নব নির্বাচিতদের মানবাধিকার কমিশনের শুভেচ্ছা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

আইনজীবী সমিতির নব নির্বাচিতদের মানবাধিকার কমিশনের শুভেচ্ছা

সিলেট জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। ৪ ফেব্র“য়ারি সোমবার জেলা আইনজীবী সমিতিতে এ সংবর্ধনা জানান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো. জামিনুল হক জামিল, সাধারণ সম্পাদক এড.হোসেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড.শংকর লাল দাস, সাবেক সহ সম্পাদক ইমরান আহমদ, সহ সম্পাদক এড.সাইফুর রহমান রানা, এড. রবিউল ইসলাম, এড. আব্দুল্লাহ আল হেলাল, এড. কানন আলম, এড. মঞ্জুর এলাহী সামী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতনিধি ফারুক আহমদ শিমুল, সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী ও মহানগরের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান সুয়েব, অনুসন্ধান ও পর্যবেণ বিষয়ক সম্পাদক রুবেল আহমদ মাছুম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনাম আহমদ, কোতোয়ালী থানার সাবেক নির্বাহী সভাপতি বাহার আহমদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক জামিনুল হক জামি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর