ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের চৌহাট্টা ও ধোপাদিঘির পারের পর এবার নগরের কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় নান্দনিকতার ছোঁয়ায় নির্মিত হয়েছে আরো একটি পাবলিক টয়লেট। নারী-পুরুষ ও প্রতিবন্ধী উভয়ের ব্যবহার উপযোগী এ পাবলিক টয়লেটের আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
(৭ ফেব্র“য়ারি) বৃহস্পতিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বেলুন উড়িয়ে ও ফলক উন্মেচন, ফিতা কেটে পাবলিক টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বহুজাতিক সেবা সংস্থা ‘ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন এই পাবলিক টয়লেট নির্মাণ করে।
উদ্বোধন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ক্রমান্বয়ে নগরের জন গুরুত্বপূর্ণ স্থানে আরো বেশ ক’টি পাবলিক টয়লেট স্থাপন করা হবে। অত্যাধুনিক এই পাবলিক টয়লেট উদ্বোধনের মধ্যদিয়ে সিলেট নগরের বাসিন্দাদের জীবন-মান আরো এক ধাপ এগিয়ে গেলো।
মেয়র বলেন, ইতিমধ্যে চৌহাট্টা ও ধোপা দিঘির পাড়ে স্থাপিত পাবলিক টয়লেট মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, পাবলিক টয়লেট মানুষের কাছে জনপ্রিয় হওয়ায় নগরের আদালতচত্বর, টিলাগড়, শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকাসহ জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে আরো কয়েকটি পাবলিক টয়লেট’। তিনি জানান, এবিষয়ে বহুজাতিক সেবা সংস্থা ‘ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশন একাজে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিসিকের প্যানেল মেয়র-১ তৗফিক বক্স লিপন, ’ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার এবিএম মোবাশের হোসাইনসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech