খাদিম সিরামিকসের ব্যাবস্থাপনা পরিচালককে সিসিকের সম্মাননা

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

খাদিম সিরামিকসের ব্যাবস্থাপনা পরিচালককে সিসিকের সম্মাননা

খাদিম সিরামিকসের ব্যাবস্থাপনা পরিচালক সাকিফ আরিফ তাবানী ও সহধর্মিনীকে সিলেট সিটি কর্পোরেশনের প থেকে এক সংবর্ধনা জানানো হয়েছে।

৭ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে অবকাঠামো শিল্পের সিরামিকস ক্যাটাগরিতে দতার স্বীকৃতি স্বরুপ এশিয়ার সেরা ব্রান্ড ২০১৮ এ্যাওয়ার্ড অর্জন করা তাদের এ ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হেড অফ মারকেটিং রিয়াজুল ইসলাম চৌধুরী, জেনারেল ম্যানেজার আব্দুর রহিম, সিনিয়র ম্যানেজার মশিউর রহমান, সিলেটের শো-রুম ইনচার্জ কামরুল ইসলাম। সিনিয়র মার্কেটিং মো. মামুনুর রহমান, মার্কেটিং অফিসার নুর মোহাম্মদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর