মানি লন্ডারিং ও সন্ত্রাস প্রতিরোধে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

মানি লন্ডারিং ও সন্ত্রাস প্রতিরোধে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

ব্র্যাক ব্যাংক লি. সিলেটের আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফ্রেব্রুয়ারী শনিবার নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ল্েয ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের ১৩টি শাখার প্রায় দু’শ কর্মকর্তার অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লি. এর কোম্পানী সেক্রেটারী ও ক্যামেলকো (প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা) রেইস উদ্দিন আহমাদ।

প্রধান বক্তার বক্তব্যে তিনি সকল কর্মকর্তাকে মানি লন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা এবং ব্যাংকিং সেক্টরে এর বিরুপ প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

কর্মশালায় বক্তব্য রাখেন ডেপুটি ক্যামেলকো (উপ প্রধান মানি লন্ডারিং কর্মকর্তা) মোহাম্মদ লুৎফুল হক, সিলেট ব্র্যাক ব্যাংক এর কাস্টার ম্যানেজার অনুপ কান্তি দাশ এবং মৌলভী বাজার কাস্টার ম্যানেজার সাইফুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর