সিলেটে শোভাযাত্রার মধ্যদিয়ে স্বরস্বতী উৎসব সমাপ্ত

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

সিলেটে শোভাযাত্রার মধ্যদিয়ে স্বরস্বতী উৎসব সমাপ্ত

নিজস্ব প্রতিবেদন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের সাথে পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। রোববার অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও আরতিসহ নানা ধর্মীয় আয়োজন ও আরাধনায় সনাতন ধর্মালম্বীরা দিনটি পালন করেন।

সোমবার সন্ধ্যায় প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ট্রাকযোগে মনোমুগ্ধকর আলোক সজ্জায় সজ্জিত করে নগরে শোভাযাত্রা বের করা হয়। ধর্মীয় সংগীত ও নানা বাদ্যের তালে মুখরিত ছিল এই শোভাযাত্রা। আর শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দু’দিনব্যাপী স্বরস্বতী উৎসব।

সনাতন হিন্দুদের বিশ্বাসে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী বাগদেবী নামেও পরিচিত। বাক হলো কথা বলার শক্তি। কথা বলার এ শক্তির অধিষ্ঠাত্রী দেবীই বাগদেবী। জ্যোতিরূপে তিনি দেবী, দ্রব্যময়ীরূপে তিনি দেবী। শ্বেতশুভ্রা সরস্বতী এই জ্ঞান-বিজ্ঞানের প্রেরণাদায়ী। সরস্বতীর বাহন শ্বেত রাজহংস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর