ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
নাবিল রাজা চৌধুরী-সহ সরকার বিরোধী দলীয় ছয় ‘সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে আম্বরখানার বন্ধন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ একাধিক ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেতারকৃতরা হচ্ছে- মহানগরের বিমানবন্দর থানার জালালাবাদ আবাসিক এলাকার ফরহাদ রাজা চৌধুরীর ছেলে নাবিল রাজা চৌধুরী(৩০), একই থানার সৈয়দ মুগনী আবাসিক এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ইসতিয়াক রহমান রাজু(২৭), জালালাবাদ থানার পূর্বাশা আবাসিক এলাকার আক্তার বক্সের ছেলে জামিল বক্স(২৮), কোতোয়ালী মডেল থানার রায়নগরের সিরাজুল ইসলামের ছেলে ফাহিমদ আহমদ(২৮) ও কাজীটুলা মক্তবগলির মৃত আলা বক্সের ছেলে খায়রুল আহমদ(২৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে নাবিল রাজার বিরুদ্ধে ৩৩টি মামলা রয়েছে। এরমধ্যে ১টি খুন, ৫টি ছিনতাইসহ চাঁদাবাজী, ৪টি বিস্ফোরক দ্রব্য আইনে, ৩টি বিশেষ মতা আইনে, ৩টি পুলিশ আক্রান্ত, ১টি অগ্নি সংযোগ, ১টি নারী শিশু নির্যাতন ও অন্যান্য ঘটনায় ১৫টি। এছাড়া জামিল বক্সের বিরুদ্ধে ৪টি, ইসতিয়াক রহমান রাজুর বিরুদ্ধে ২টি এবং বাকিদের বিরুদ্ধেও মামলা আছে।
সূত্রমতে এসব মামলায় তারা আদালতের জামিনে ছিল। সোমবার রাতে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(চ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ব্যপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech