শাহী ঈদগাহে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

শাহী ঈদগাহে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২

নিজস্ব প্রতিবেদন
নগরের শাহী ঈদগাহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শাহী ঈদগাহ এলাকার ভ্যালি সিটির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন দু’জন।

প্রয় আধঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে দুই পক্ষ একে অপরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শাহী ঈদগাহ- টিলাগড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

জানা যায়, ওই এলাকায় আধিবত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের জুবায়ের ও সুয়েব গ্রæপের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিলো। মঙ্গলবার রাতে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ব্যাপারে সিলেট সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, ওই এলাকায় বসা নিয়ে সিনিয়র-জুনিয়র তর্কাতর্কি থেকে সংঘর্ষ বেঁধে যায়। এতে দু’জন আহত হন। তবে আহতদের নাম জানা যায়নি।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এর আগেই উভয়পক্ষই সটকে পড়ে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর