র‌্যাব ৯-এর অভিযানে ৩ মাদকব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

র‌্যাব ৯-এর অভিযানে ৩ মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের শাহজালাল উপশহর থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। বুধবার (১৩ ফেব্র“য়ারি) প্রথম প্রহর রাত ২ টায় তাদের আটক করা হয়।

আটক মোহাম্মদ কাওছার উদ্দিন খান (৪৫) এসএমপি’র মোগলাবাজার থানার কদমতলী আলমপুর এলাকার মোহাম্মদ আসর উদ্দিন খানের ছেলে এবং জাবের আহমেদ রুবেল (২৮) সিলেট জেলার জকিগঞ্জ থানার উত্তর লোহার মহল গ্রামের ইমাম উদ্দিন ওরফে কালুমিয়া’র ছেলে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

এদিকে একই দিন ভোর পৌনে ৬টার দিকে সিলেট জেলার জকিগঞ্জ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৩৭) জকিগঞ্জ থানার দক্ষিণ মাদারখাল গ্রমের মৃত আখদ্দছ আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর