দেশকে এগিয়ে নিতে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে : এসএমপি পুলিশ সুপার

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

দেশকে এগিয়ে নিতে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে : এসএমপি পুলিশ সুপার

ডেস্ক প্রতিবেদন
সিলেট মেট্রোপলিটন পুলিশের সুপার রওশনউজ্জামান সিদ্দীকি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে পথ শিশু, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষদের এগিয়ে নিতে বিশ্ব ভালবাসা দিবসে মানব সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করা প্রশংসনীয়। সমাজ ও দেশকে ভালো কিছু উপহার দিতে সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সবাইকে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত মানুষরা উপকৃত হবেন।

তিনি বলেন, সরকার প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি আন্তরিক। সরকারের পাশাপাশি রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন ও ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবায় এগিয়ে আসায় সাধুবাদ জানান।

তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরেরর চৌহাট্টাস্থ ভোলানন্দ স্কুল মাঠে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন ও ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে দরিদ্র, অসহায়, অধিকার বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন।

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও ওয়াকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান শাহজামান বাহার, সিলেট লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুলায়মান আহমদ, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি লায়ন্স খায়রুন্নেছা শেলী, দি সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান শেখ নুরুল ইসলাম খালেদ, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সর রোগ বিশেষজ্ঞ ডাঃ এজাজ উদ্দিন সানি, শাহজালাল রাগিব-রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের অধ্যক্ষ শামিমা নাছরিন, রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটির পাস্ট প্রেসিডেন্ট রোটাারিয়ান এহিয়া আহমদ, বিশিষ্ট সমাজসেবী আলমগীর আলম, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আব্দুর রহমান শাহীন।

ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি রূপালী বেগম এর স্বাগত বক্তব্যে মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ফাতেমা আক্তার, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, সদস্য তানজিনা আক্তার, মেগা আক্তার, জাকারিয়া, নাহিদ আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান।

‘আর নয় অবহেলা সবার জন্য ভালবাসা’ এই শ্লোগান সামনে রেখে এক ঝাঁক তরুণ বিশ্ব ভালবাসা দিবসে প্রতিবন্ধী ও বঞ্চিত শিশুদের মধ্যে তৈরিকরা খাবার, বস্ত্র ও একটি লাল গোলাপ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর