ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন করে ঘনঘন শ্রমিক নিহতের ঘটনা রোধ ও টিলা রক্ষায় এবার অ্যাকশনে গিয়েছে পুলিশ। সোমবার (১৮ ফেব্র“য়ারি) পুলিশ বাদী হয়ে ১৯ পাথর উত্তোলনকারীর নাম উলেখ করে ও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
শাহ আরফিন টিলা রক্ষায় পুলিশের এমন অ্যাকশনে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর যাবৎ অবৈধভাবে পাথর উত্তোলন করায় ওই টিলায় ঘনঘন শ্রমিক নিহত হচ্ছেন। পাথর উত্তোলনকারীরা নানা প্রলোভন দেখিয়ে অসহায় শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করতে প্ররোচনা দিয়ে থাকে। যার কারণে শ্রমিকরা পাথর উত্তোলন করতে গিয়ে মারা যায়, হতাহতের ঘটনাও ঘটে।
এসব পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলামের নির্দেশে এসআই খায়রুল বাশার ১৮ ফেব্র“য়ারি শাহ আরফিন টিলায় অভিযান পরিচালনা করেন। অভিযানের বিভিন্ন সূত্রে ১৯জনকে আসামী করা হয়। মামলা নং-১৬, (১৮.০২.২০১৯ইং)।
মামলার বিবরণে জানা যায়, শাহ আরফিন টিলায় সরকারি ভূমি নিজের দাবি করে অবৈধভাবে পাথর উত্তোলন করায় পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়। যার নং- ৭৫৩, এমসিসি নং- ৩০৯/১৯। জিডির প্রেক্ষিতে ১৮ ফেব্র“য়ারি সকাল সোয়া ১১টায় পুলিশ শাহ আরফিন টিলায় অভিযান চালায়। অভিযানে ডিজেল ইঞ্জিন, প্লাস্টিকের পাইপসহ মোট সাড়ে ২১ হাজার টাকার মালামাল জব্ধ করা হয়।
অভিযোগে উলেখ করা হয়- অভিযুক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ শাহ আরফিন টিলা থেকে অবহেলা ও বিপজ্জনকভাবে অবৈধ মেশিন-যন্ত্রপাতি ব্যবহার করে মাটিতে গভীর গর্ত করে প্রায় ২ কোটি টাকার পাথর চুরি করে ও সরকারি টিলা ভূমির প্রাকৃতিক ভারসাম্যের অপূরণীয় ক্ষতি করেছে।
ইতোপূর্বে, গত ১২ ফেব্র“য়ারি শাহ আরফিন টিলায় শ্রমিক নিহত রোধ, অবৈধ ও বিপজ্জনকভাবে পাথর উত্তোলন বন্ধে ওসির উদ্যোগে সকাল-সন্ধ্যা মাইকিং করানো হয়। পাশাপাশি শাহ আরফিন (রহ.) মাজারের আশপাশে লাল নিশানা উড়িয়ে দেয়া হয়। এতো কিছুর পরেও পাথর উত্তোলন বন্ধ না হওয়ায়, পাথর উত্তোলন বন্ধে ও সরকারি ভূমি রক্ষার্থে থানায় এ মামলা করে পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech