ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
আম্বরখানা হুরায়রা ম্যানশনের মেসার্স আলী এয়ার সার্ভিস এর সত্ত¡াধিকারী, ছাতক সমিতির সহ সভাপতি মো: ফজর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার আম্বরখানা পয়েন্টে ছাতক সমিতি ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের যৌথ উদোগে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ফজর আলী একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার উপর সন্ত্রাসীদের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতৃবৃন্দরা ব্যবসায়ী ফজর আলীর উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহŸান জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তালা হুশিয়ারি উচ্ছারণ করেন।
ছাতক সমিতি ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে ও ছাতক সমিতির সাধারণ সম্পাদক এড. আলাউদ্দিন ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের যুগ্ম আহবায়ক এস এম শেফুলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলা বারের ভিপি জিপি এড. রাজউদ্দিন আহমদ, বশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আম্বরখানা ব্যবসায়ী সমিতি নেতা সৈয়দ দরবেশ আলী, ব্যবসায়ী আব্দুল আজিজ মনু, সাইদুর রহমান বেবী রুপা, সুনামগঞ্জ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জগনাথপুর সমিতির সহসভাপতি অধ্যাপক সাব্বির আহমদ, ছাতক সমিতির যুগ্ম সম্পাদক জামাল আহমদ সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, প্রফেসর সালেহ আহমদ, এড. সাহাব উদ্দিন, মাছুদ কামাল সুফী, আলী আমজদ, দক্ষিণ উন্নয়ন পরিষদ স্থায়ী সদস্য আনোয়ার হোসেন ময়না, গাজী মিলটন, আজাদ আহমদ, শাকিল আহমদ, আজাদ মিয়া, আব্দুলাহ আল মামুন, সাব্বির আহমদ, এল এম এ কাউসার, রাসেল আহমদ দিপু, নজরুল ইসলাম নাইম, এড. মনির আহমদ, সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক দেওয়ান রসু, ছাত্র নেতা আকিল আহমদ, সেনচুরী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাইদুর রহমান, আশিকুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech