পরিকল্পনামন্ত্রীর সাথে কর আইনজীবী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

পরিকল্পনামন্ত্রীর সাথে কর আইনজীবী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাত

সিলেটে নিজস্ব কর ভবন নির্মাণের প্রস্তাব নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান-এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজলের নেতৃত্বে সার্কিট হাউজে মন্ত্রীর সাথে সাক্ষাত করেন।

এসময় নেতৃবৃন্দ সিলেটে নিজস্ব কর ভবন নির্মাণে মন্ত্রীর কাছে প্রস্তাব রেখে বলেন, ১৯৭৪ সাল থেকে সিলেট কর আইনজীবী সমিতির কার্যক্রম চলছে। দীর্ঘদিন থেকে সিলেটে কর ভবন নির্মাণের দাবি জানিয়ে আসলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। সিলেটে হাজার কোটি টাকা কর আদায় হলেও এসবের কার্যক্রম চলছে বিভিন্ন ভাড়া করা অফিসে। প্রতি বছর সিলেটে রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কর ভবন স্থাপিত না হওয়ায় নিয়মিত করদাতা, নতুন করদাতা ও কর আইনজীবীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাক্ষাতকালে মন্ত্রী সমিতির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান ও সিলেটে নিজস্ব কর ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন।

উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. খায়রুল ইসলাম চৌধুরী, এডভোকেট এম ই এম এম ইকবালুর রহমান, শফিুকুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট সুজিত বৈদ্য, ইকবালুর রহমান চৌধুরী, এডভোকেট আজিজুর রহমান, মোহাম্মদ আলী খোকন, মিন্টু চন্দ্র রায় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর