ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সীমান্তিক ও আরটিএম ইন্টারন্যাশনাল পরিবারের বার্ষিক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের উপশহরস্থ মাছিমপুর ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্স মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত আনন্দ উৎসব সীমান্তিক ও আরটিএম পরিবারের মিলন মেলায় পরিণত হয়।
আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রোন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি।
সীমান্তিকের অধ্যক্ষ আব্দুর রউফ তাফাদার ও প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমান এবং প্রভাষক কানিজ সিদ্দিকার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোমেন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। জননেত্রী শেখ হাসিনার সরকার এই বিষয়টি সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। সকল ধর্মের মানুষ বৈষম্য ভুলে দেশ ও জাতির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
মন্ত্রী বলেন, মানুষের শরীরের জন্য যেমন বিভিন্ন ধরনের খাদ্য ও ভিটামিন জরুরি, তেমনি তার আত্মার জন্যও বিনোদন, বিশ্রাম ও খাদ্য জরুরি। আনন্দ ও চিত্ত বিনোদন মানুষের মধ্যে হতাশা ও ব্যর্থতার গøানিসহ অন্যান্য নেতিবাচক অনুভূতিকে মন থেকে মুছে দেয়। আনন্দের অনুভূতি মানুষকে প্রশান্তি দেয় এবং মনকে সুস্থ ও সতেজ রাখে। তিনি সীমান্তিক ও আরটিএম ইন্টারন্যাশনাল পরিবারের বার্ষিক আনন্দ উৎসবের মিলন মেলা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ৩-আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা, কমিউনিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, পুলিশ উপ কমিশনার ফয়সল মাহমুদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, আর টি এম এর নির্বাহী পরিচালক ড. আহমদ আল ওয়ালী, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান।
মিলন মেলায় সীমান্তিক ও আরটিএম পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ড. আহমদ আল কবির। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের সম্মান ও ঢাকার চক বাজারে আগুনে পুড়ে নিহতদেরর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech