হাউজিং এস্টেট এলাকায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

হাউজিং এস্টেট এলাকায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাহেদ আহমদ(১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২৪ ফেব্র“য়ারি) রাত আটটার দিকে নগরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনাটি ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সাহেদ নগরের চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে। আর ঘটনাটি ঘটে হাউজিং এস্টেট এলাকার আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে।

নিহতের চাচা অ্যাডভোকেট শাহরাজ হোসেন বলেন, কে বা কারা সাহেদকে খুন করেছে, তা আমরা জানতে পারিনি। সাহেদ ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ালেখা করতো। এক বছর আগে সে পড়ালেখা ছেড়ে দিয়েছে।

ওসি শাহাদাত হোসেন বলেন, সমবয়সী বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে রাত ৮টায় সাহেদ আহমদকে পিটিয়ে ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর