ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির ‘নাফে প্রিন্টার্স এবং বিকাশ এজেন্ট’ এর প্রোপ্রাইটর কামরান আহমদ নিখোঁজ হয়েছেন। রোববার নগদ ২ লক্ষ ষাট হাজার টাকাসহ তিনি নিখোঁজ হন।
নিখোঁজের বড় ভাই লোকমান আহমদ জানান, রোববার দুপুর পৌণে ২টায় কামরান ফোনে তার সাথে টাকার বিষয়ে কথা বলেছে। এরপর আড়াইটার দিকে ফোন করলে কামরানের মোবাইল বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। এমনকি রোববার রাত অবধি বাসায় ফিরেনি।
সম্ভাব্য সব স্থানে খোঁজে তার সন্ধান না পাওয়াতে বড় ভাই লোকমান আহমদ এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৯২৫ (২৫.০২.২০১৯)। নিখোঁজ কামরান ছাতকের গণক্ষাই গ্রামের মৃত আব্দুল মছব্বির চৌধুরীর ছেলে। কামরান সিলেট নগরের শামীমাবাদের ৫নং রোডের ২২৫নং বাসার ভাড়াটে।
নিখোঁজের সময় কামরানের গায়ে জিন্সের প্যান্ট, হালকা আকাশী রংয়ের শার্ট, পায়ে কালা জুতা ছিল। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ও মুখে হালকা দাড়ি।
কামরানের সন্ধান পেলে ০১৭৮৫৮১৭৯৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য বড় ভাই লোকমান আহমদ অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech