নগরে সনাক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

নগরে সনাক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের উদ্যোগে ও সিলেট সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্র“য়ারি মঙ্গলবার সিলেট সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের অংশগ্রহণে নগরের আম্বরখানাস্থ ব্রিটানিয়া হোটেলে এ সভা অনু্িষ্ঠত হয়।

সনাক সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক (উপ-সচিব) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা।

সভায় পরিচিতি পর্বের পর স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সনাক সিলেটের স্থানীয় সরকার ব্যবস্থায় কার্যক্রমের অর্জন বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সনাক সিলেটের স্বজন গ্রæপ সমন্বয়ক এ্যাডভোকেট জাকিয়া জালাল, স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন নিশ্চিতকরণে টিআইবি ও সনাক সিলেটের প্রত্যাশা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে স্থানীয় সরকার খাতে সনাক টিআইবির কার্যক্রম ও প্রত্যাশ্য বিষয়ে আলোচনার পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

মতবিনিময় সভার মুক্ত আলোচনা অংশে বক্তব্য রাখেন, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শহিদ আহমদ, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।

ইউপি চেয়ারম্যানগণ তাদের বক্তব্যে ইউনিয়ন পরিষদ পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের স্ব স্ব পরিষদকে আরও স্বচ্ছ ও জবাবদিহি করার জন্য প্রতিশ্রæতি প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে তথ্যের উন্মুক্ততা নিশ্চিত করতে হবে এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিয়মিত ওয়েব পোর্টাল হালনাগাদ রাখা, পরিষদের সেবা ও কার্যক্রমের তথ্য সকলের জন্য উন্মুক্ত করা, যথাযথভাবে ওয়ার্ডসভা করা, উন্মুক্তভাবে বাজেট ঘোষণা করা ইত্যাদি কার্যক্রমের দিকে গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে সভার সভাপতি আজিজ আহমদ সেলিম অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর