ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার সহ সভাপতি প্রবীণ দলিল লেখক মিছবাহ উদ্দিনের মৃত্যুতে সদর দলিল লেখক সমিতির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রæয়ারি মঙ্গলবার সদর সাব রেজিস্ট্রারি অফিসের দলিল লেখক সমিতির ২নং শেডে এ শোক সভা হয়। শোক সভায় মরহুমের পরিবারের হাতে সমিতির পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ লোকমান মিয়ার পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ অফিসের সাব রেজিস্ট্রার সোয়াইবুর রহমান প্রধান, বালাগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস ও সদর সাব রেজিস্ট্রার অফিসের অতিরিক্ত দায়িত্বে আবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুলমান মিয়া বাদশা, যুগ্ম মহাসচিব মঈনুল ইসলাম খান, সদর সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী কুতুব উদ্দিন, প্রবীণ দলিল লেখক মো. লুৎফুর রহমান খান, নকল নবীস সমিতি জেলার সহ সভাপতি সাহাব উদ্দিন সহ সিলেট সদর দলিল লেখক সমিতির প্রবীণ ও নবীণ সদস্য, নকল নবীশ সদস্য ও সদর সাব রেজিস্ট্রার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech