ওসমানী হাসপাতালের মর্গে অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

ওসমানী হাসপাতালের মর্গে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। নগরের ক্বীনব্রীজের উত্তর পারে সার্কিট হাউজের কাছে লাশটি পাওয়া গিয়েছিলো।

এসএমপির কোতোয়ালী থানার এসআই হাবিব জানান, রোববার সকাল ৯টার দিকে লাশটি পড়ে থাকার খবর পায় পুলিশ। তারা ধারণা করছেন, শনিবার রাতের কোনো এক সময় লোকটি মারা গিয়ে থাকতে পারে। তাৎক্ষনিভাবে লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

লাশের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। গায়ের রং উজ্জল শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৬/৭ইঞ্চি।

লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যদি কেউ লাশটির পরিচয় পান তাহলে এসএমপির কোতোয়ালী থানায় অথবা ০১৭১৮-০১১৮৪০ (এসআই হাবিব) নাম্বারে যোগাযোগ করা জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর