নিরাপদ এলপিজি ব্যবহার শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

নিরাপদ এলপিজি ব্যবহার শীর্ষক কর্মশালা

নিরাপদ এলপিজি গ্যাস ব্যবহারে এক সচেনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রæয়ারি মঙ্গলবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলপি গ্যাসের ব্যবহার ও সুবিধা, বাসা-বাড়ি ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সিলিন্ডার স্টোরেজের জন্য স্ট্যান্ডার্ড পদ্ধতি, লিকেজ শনাক্ত করার প্রাথমিক উপায় সম্পর্কেও অবহিত করা হয়।

মেসার্স মাখন মিয়া চুলা ঘরের বিক্রয় ও বিপনন বিভাগের মহাব্যবস্থাপক আখতারুজ্জামান জনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ম্যানেজার মো. মাহবুবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজার মো. জাকির হোসেন, টিএসআই মো. আরিফুল ইসলাম, টিএসও বজলুর রশীদ ও আবু হাসান, মো. সজল, মো. ইনজামুল হক, হাজী মো. আনোয়ার হোসেন এহিয়াসহ এলপিজি গ্যাসের ডিলারবৃন্দও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর