প্যাসিফিক ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সংবর্ধিত

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

প্যাসিফিক ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সংবর্ধিত

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল হকের যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োন করা হয়।
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল­াহ আল হেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়ানইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মো. সিরাজুল ইসলাম, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক আসাদুল হক আসাদ, লংলা খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মতিউর রহমান।

বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি মকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ রানা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, প্রচার সম্পাদক সোহেল আহমদ, জেলা শাখার সহ সভাপতি ডা. জসিম উদ্দিন, সহ সভাপতি সামসুজ্জামান, হাফিজ শাহান আহমদ, গোইনঘাট উপজেলা শাখার সভাপতি হারুনুর রশীদ হারুন, জৈন্তাপুর উপজেলা সহ সভাপতি মামুনুর রশীদ মামুন।

উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামীম আহমদ, বদর উদ্দিন বাদশা, খাইরুল ইসলাম, আব্দুল­াহ, আরিফ আহমদ, ওয়াহিদ মাহমুদ, সুজন খান, ইকবাল হোসেন, আব্দুল আওয়াল, সৈয়দ সাজু, আজিম খান, আনোয়ার হোসেন রাকিব, আতিকুর রহমান, বাবর আহমদ, বাছিত, বিলাল, জাহাঙ্গীর, হামিদ খান, লিজা আহমদ, রাজন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক বশির আহমদ রায়হান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর