গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান মাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদন
সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার এ অভিযান চালানো হয়।

সিলেট নগরের ভার্থখলা থেকে দেড়কেজি গাঁজাসহ সুফিয়া বেগম(৬০) নামের এক মহিলাকে আটক করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভার্থখলার শফিক মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই মাহবুব আলম মন্ডল জানান, সন্দেহভাজন হিসেবে সুফিয়া বেগমকে আটকের পর তার স্বীকারোক্তিতে মাটির গর্তে লুকিয়ে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক সুফিয়া বেগমের মূল বাড়ি কুমিল্লা জেলার মবুজি গ্রামে। দীর্ঘদিন ধরে সুফিয়া বেগম সিলেট নগরে গাঁজার ব্যবসা করে আসছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার। মাদক মামলায় এই মহিলা আগেও জেল খেটেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সঞ্জয় সরকার জানান, সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার সরাসরি তত্ত¡াবধানে সিলেটে মাদক বিরোধী গোয়েন্দা অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক সুফিয়া বেগমকে থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা সাংবাদিকদের জানান, বুধবার বিকেল পৌনে ৪টার দিকে এয়ারপোর্ট থানার লাক্কাতুরা স্টেডিয়ামের টিকেট কাউন্টারের সামন থেকে লিটন দাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয়। সে রাজাবাড়ীর লাক্কাতুরা চা বাগানের মৃত বাইনা দাসের ছেলে।

এদিকে রাত ১টায় কোতোয়ালী মেডেল থানার বন্দরবাজার পেপার পয়েন্টস্থ সিটি হার্ট আবাসিক হোটেলের সামন থেকে ইয়াবা বিক্রির সময় মো. একবাল হোসেন জুয়েল (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এসআই মাহাবুর আলম মন্ডল ও এসআই সারোয়ার হোসেন ভূইয়া আটক মাদক ব্যবসায়িদের আসামী করে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলা রুজু হয় বলে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর