১২দিনেও উদ্ধার হয়নি লন্ডনী কন্যার স্বামী ও গাড়ি চালক

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

১২দিনেও উদ্ধার হয়নি লন্ডনী কন্যার স্বামী ও গাড়ি চালক

ডেস্ক প্রতিবেদন
গত ৫ মার্চ আউশকান্দি থেকে অপহৃত মাওলানা আব্দুল্লাহ আল মায়মুন ও গাড়ি চালক আব্দুর রহিমের সন্ধান এখনও পায়নি তার পরিবার। লন্ডন প্রবাসী স্ত্রীকে নিয়ে মৌলভীবাজারে যাওয়ার পথে তাদেরকে অপহরণ করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ সরকারের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

রোববার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল্লাহ’র ভাই সিলেটের দক্ষিণ সুরমার লতিফপুর গ্রামের মাওলানা মাহমুদ হোসাইনের ছেলে আব্দুল্লাহ আল মোস্তাফিজ এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, লন্ডন ফেরত স্ত্রী সরিফা নুসরাত তৈয়্যিবাকে নিয়ে ৫ মার্চ রাতে একটি কারযোগে (ঢাকা-মেট্রো-গ ১২-২২৩৪) মৌলভীবাজারে যাচ্ছিলেন মায়মুন। পথিমধ্যে গাড়ির গ্যাস সংগ্রহের জন্য আউশকান্দি বাজার এলাকায় সিএনজি স্টেশনে থামেন। তখন রাত ১০টা। সিএনজি স্টেশন থেকে বের হওয়ার পর একটি মাইক্রোবাসযোগে ৪/৫ জন সন্ত্রাসী তাদের গাড়ির গতিরোধ করে। এসময় মায়মুনের স্ত্রী নুসরাত পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেও সন্ত্রাসীরা তার স্বামী আব্দুল্লাহ আল মায়মুন ও গাড়ি চালককে অপহরণ করে নিয়ে যায়। পরদিন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলেও টনক নড়েনি স্থানীয় প্রশাসনের। তারা আজ ১২দিন অতিবাহিত হওয়ার পরও অপহৃতদের কোন সন্ধান দিতে পারেনি বা উদ্ধার করেনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল নবীগঞ্জ উপজেলায় হওয়ায় পরদিন থানায় মামলা দিতে গেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন দু’দিনের মধ্যে ভিকটিমদ্বয়কে উদ্ধারের আশ্বাস দিয়ে বলেন- যদি এর মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব না হয় তবেই আপনারা মামলা দেবেন। কিন্তু, বিগত ১২দিনেও তাদেরকে উদ্ধার করতে পারেনি। এমনকি মামলাও নিচ্ছে থানা পুলিশ।

আব্দুল্লাহ আল মোস্তাফিজ আরও জানান, গত ১১ মার্চ বিকেল ৪টায় +০০৯৬৩৮৮৮৮৭৬৩ নাম্বার থেকে অপরিচিত কণ্ঠে তাদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। নবীগঞ্জ পুলিশ মৌলভীবাজার থানায় মামলা দেওয়ার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, স্বামীকে খোঁজে না পেয়ে লন্ডনফেরত স্ত্রী সরিফা নুসরাত তৈয়্যিবাও ভেঙে পড়েছেন। পরিবারের অন্যান্য স্বজনরা তাকে খুঁজতে খুঁজতে নিরূপায় হয়ে পড়েছেন। ভাইকে দ্রæত উদ্ধার ও অপহরণকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করেন মায়মুনের ভাই মোস্তাফিজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুহিবুর রহমান, মাওলানা নোমানুল হক চৌধুরী, আব্দুল আউয়াল চৌধুরী ও এম বেলাল আহমদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর