বঙ্গবন্ধুর চেতনার নিরন্তর অনুশীলনের কোন বিকল্প নেই : মিসবাহ সিরাজ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

বঙ্গবন্ধুর চেতনার নিরন্তর অনুশীলনের কোন বিকল্প নেই : মিসবাহ সিরাজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বঙ্গবন্ধুর চেতনার নিরন্তর অনুশীলনের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর জীবনব্যাপী একটিই সাধনা করেছেন বাংলা ও বাঙালির মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করে। বাঙালির মুক্তি সংগ্রামের এক মহৎ প্রচ্ছদপট বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে ওঠেন ইতিহাসের মহামানব। বাংলা ও বাঙালির জন্য তাঁর ভালোবাসা ছিল অপরিসীম। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণবাচক বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। আমাদের দুর্ভাগ্য আমরা তাঁকে বাঁচাতে পারিনি। ষড়যন্ত্রকারী ঘাতকের দল এই মহান নেতাকে সপরিবারে হত্যা করেছে। আমরা হারিয়েছি সর্বস্ব। আজ তিনি বেঁচে থাকলে ৯৯ বছরে পদার্পণ করতেন। তাঁর স্বপ্নের বাংলাদেশকে সোনার বাংলায় রূপদান করতেন।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত রোববার সন্ধায় জেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সদস্যা সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক।

অন্যান্যের মধ্যে বক্তব্যা রাখেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, সিনিয়র সহ-সভাপতি সালমা বাসিত, সহ-সভাপতি শামসুন্নাহার, সহ-সভাপতি আছিয়া সিকদার, সহ-সভাপতি বিলকিস নুর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মাধুরী গুণ,সাবেক সিসিক কাউন্সিল জাহানারা খানম মিলন, এডভোকেট রাশিদা সাাহিদা খানম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন্নাহার বেগম ও গীতা থেকে পাঠ করেন শ্যামলী দাস এবং অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সাজেদা পারভীন, এডভোকেট তারানুম চৌধুরী, শাহানা বেগম. অঞ্জনা সরকার, সাবিনা ইয়াছমিন, রোকেয়া আক্তার, নিলু, সামারা ও নাজমা খাতুন চামেলী। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর