জাতীয় শিশু দিবসে উইমেন্স মেডিকেলে কলেজে বক্তৃতা প্রতিযোগিতা

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

জাতীয় শিশু দিবসে উইমেন্স মেডিকেলে কলেজে বক্তৃতা প্রতিযোগিতা

জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং সহযোগি অধ্যাপক মো. আল মোহাইমিন ও সহযোগি অধ্যাপক ডা. হিমাংশু শেখর দাসের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি ও লোকসংস্কৃতি গবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা বশির উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্বা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহ আব্দুল আহাদ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ফিজিওলজি বিভাগের প্রধান ডা. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভুইয়া প্রমুখ।

প্রতিযোগিতায় ১ম হয়েছেন ১ম বর্ষের শিক্ষার্থী দেবী চক্রবর্তী, ২য় হয়েছেন ৪র্থ বর্ষের সাদিকা ইসলাম জান্নাত, ৩য় হয়েছেন ৫ম বর্ষের ফাবিহা তাসনিম আকিঞ্জী। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর