ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় আবারও শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চিকাডহর গ্রামের সোহরাব আলীর কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাথর শ্রমিক আবু সাঈদ (৩০)। তিনি একই উপজেলার ছনবাড়ি গ্রামের ধন মিয়ার ছেলে।
আহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের ফখর উদ্দিন ও ইমাম হোসেন। তবে, ফখরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চিকাডহর নারায়নপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে আইয়ুব আলী, সোহরাব আলী গংদের যৌথ মালিকানাধীন কোয়ারীতে পাথর উত্তোলনের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এসময় কোয়ারীর পার ধ্বসে নিহত আহন আবু সাঈদ। আহত হন ফখর উদ্দিন ও ইমাম হোসেন। স্থানীয় জনতা তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে পাথর কোয়ারি ধসে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম। তিনি জানান, পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
শাহ আরেফিন টিলায় একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনায় এখানে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু স্থানীয় প্রশাসনের সাথে আঁতাত করে একটি চক্র ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নিয়মিত প্রাণহানির ঘটনাও ঘটছে। চলতি মার্চ মাসের ৬ তারিখ এ টিলায় গর্ত ধসে আক্কেল আলী নামের এক শ্রমিক নিহত হন। তবে, ইতিপূর্বে শ্রমিক নিহত ও পরিবেশ ধংসের অভিযোগে অভিযুক্ত ওই সোহরাব আলী গংরা কিভাবে আবারও কোয়ারী থেকে পাথর উত্তোলন করতে পারে এমন প্রশ্ন স্থানীয় জনতার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech