ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত কর অঞ্চল সিলেটের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন এর বিদায় সংবর্ধনা ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে নগরের হাউজিং এস্টেটস্থ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবদুল আলীম পাঠান এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, সিলেট কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন একজন কর্মকর্তা হয়েও সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর কর্মেকান্ডে এবং ভ্রাতৃত্ব সুলভ আচরণে আমরা মুগ্ধ ছিলাম।
বক্তারা আরো বলেন, একজন গুনান্বিত ব্যক্তি আজকের সিলেট কর অঞ্চলকে ধন্য করে গেছেন। আমরা চাই আপনার আগামী জীবন কল্যাণময় হউক এবং আপনী দেশ ও জাতির জন্য কর্মজীবনে কিছু একটা করে অমরত্ব লাভ করুন এই প্রত্যাশাই করছি।
কর আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি সিরাজুল হোসেন ্আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী, উপ কর কমিশনার কাজল সিংহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ, শফিকুর রহমান, মো.হাছনু চৌধুরী, বিধুভৃষণ চক্রবর্তী, এডভোকেট আজিজুর রহমান, জহিরুল ইসলাম দিপন, রামাহনুজ দেব, জাহাঙ্গীর আলম, কামাল আহমদ, মবিনুল হক শাহীন ও আসাদুর রহমান তারেক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech