ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিলেট মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদেরকে নিজ কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
বৃহস্পতিবার (২১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত তাঁর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (র.) থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইলকে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানায় বদলি করা হয়েছে। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাইনুল আবছারকে শাহপরাণ (র.) থানার সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) হিসাবে পদায়নের কথা জানানো হয়।
সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) ইয়াহিয়া আল মামুনকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (আরও) মো. বিল্লাল হোসেনকে মোগলাবাজারের সহকারী পুলিশ কমিশনার এবং মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার সুদীপ দাসকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিবিতে পদায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech