সিসিক মেয়রের সাথে ইউনিসেফ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

সিসিক মেয়রের সাথে ইউনিসেফ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

‘শিক্ষা ও স্বাস্থ্য সেবাকে অধিকতর
গুরুত্ব দিয়ে কাজ করছে সিসিক’


ডেস্ক প্রতিবেদন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধাসহ স্বাস্থ্য সেবায় মা ও শিশুদের সুচিকিৎসা প্রদান, টিকা কার্যক্রম সহ নানামুখী সেবার বিষয় তুলে ধরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরবাসীর শিক্ষা ও স্বাস্থ্য সেবাকে অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব খাতে ইউনিসেফের অংশগ্রহনের আহবান জানিয়ে মেয়র বলেন, নাগরিক সেবার বিভিন্ন খাত বিশেষ করে দারিদ্র বিমোচন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য আবাসন ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে ইউনিসেফের অংশগ্রহন করলে তাদের সকল সহযোগিতা করবে সিসিক।

মেয়র আশা করেন, ইউনিসেফ এর সহযোগিতায় নগরের সুবিধা বঞ্চিত শিশুরা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অধিকতর সুযোগ পাবে।

এ সময় ইউনিসেফর চীফ ফিল্ড সার্ভিস অফিসার শাইরোজ মাওয়াজি, ইউনিসেফ সিলেট বিভাগীয় চিফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, হেলথ অফিসার ডা. মো. সালেকুজ্জামান, সাইদুল হক মিল্কি, ওয়াশ অফিসার কামরুল আলম, নিউট্রিশন অফিসার নিম্মি হোসাইন, ইমার্জেন্সি অফিসার উম্মে কুলসুম নিপন সহ ইউনিসেফের অন্যান্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী ও ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর