মেট্রোপলিটন চেম্বারের পরিচালনা পর্ষদ গঠন

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯

মেট্রোপলিটন চেম্বারের পরিচালনা পর্ষদ গঠন

নিজস্ব প্রতিবেদন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’র নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। রোববার বেলা ২টায় এসএমসিসিআই এর কনফারেন্স হলে নতুন পর্ষদ গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার এডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসএমসিসিআই এর ২০১৯-২০২১ মেয়াদের জন্য অফিস বিয়ারার নির্বাচনী সভায় ২১ সদস্য বিশিষ্ট পর্ষদ গঠন করা হয়েছে। এর মধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ২০১৯-২০২১ মেয়াদের জন্য সভাপতি হিসাবে আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ-সভাপতি হিসাবে শফিউল আলম চৌধুরী, সহ-সভাপতি হিসাবে মাওলানা খায়রুল হোসেন ও কোষাধ্য হিসাবে আলীমুছ ছাদাত চৌধুরী নির্বাচিত হন।

পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- পরিচালক সুমেয়াত নুরী চৌধুরী, মো. মুহিতুল বারী, জিয়াউল গণী আরিফীন, অজয় কুমার ধর, মাসুদ জামান, মো. সিদ্দিকুর রহমান, মো. জালাল উদ্দিন, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াছুর রহমান, রাজিব ভৌমিক, মো. শাহ আলম, শান্তনু দত্ত, মো. বদরুল ইসলাম, মো. আব্দুর রহমান রিপন, সাব্বির আহমদ, মো. মাহমুদুর রহমান, ইঞ্জিনিয়ার তানভীর।

সভায় নির্বাচনী বোর্ড ও আপীল বোর্ড এর সকল সদস্যবৃন্দ ও এসএমসিসিআই এর বিদায়ী পরিচালনা বোর্ডর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বিদায়ী সভাপতি হাসিন আহমদ নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা আশা করবো এসএমসিসিআই এর নতুন নেতৃত্ব এসএমসিসিআই এর কর্মকান্ডকে আরো গতিশীল করবেন। আমি নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করছি। সভায় নবনির্বাচিত সভাপতি আফজাল রশীদ চৌধুরী বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় এসএমসিসিআই এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে ধন্যবাদ। তিনি বিদায়ী পরিচালনা পর্ষদ ও বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যদের সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি এসএমসিসিআই এর ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট নিজাম উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে একটিমাত্র প্যানেল হওয়ায় নির্বাচন কমিশনার ঘোষিত প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর