সিলেট ট্যুরিজম ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে খন্দকার শিপার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

সিলেট ট্যুরিজম ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে খন্দকার শিপার

পর্যটনই পারে সিলেটের
অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে


সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার শিপার আহমদ বলেছেন, সিলেটের সম্ভাবনাময় পর্যটন শিল্পের প্রসারে সরকারি, বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে কাজ করা প্রয়োজন।পর্যটনই পারে সিলেটের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে ।
কারণ, প্রকৃতির অপরুপ সৌন্দর্যই পর্যটকদের সিলেট মুখি করে তুলেছে। দিন দিন এর সংখ্যা আরো বাড়বে। তিনি বলেন, নিরাপদ এবং আরামদায়ক পর্যটনের জন্য এখনি সিলেটের সড়ক এবং অবকাঠামো উন্নয়নে উদ্যোগ গ্রহণ জরুরী। সাথে সাথে প্রয়োজন দক্ষ ট্যুর গাইড তৈরী করা। আর এজন্য সরকারি, বেসরকারি খাত থেকে ট্যুরিজম সংগঠনগুলাকে আরো বেশী পৃষ্টপোষকতা করতে হবে। তিনি ট্যুরিজম নিয়ে পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে বলেন, অপরিকল্পিত পর্যটন কোন সুফল বয়ে আনবে না। এতে পর্যটকদের ভুগান্তি বাড়বে।

তিনি সোমবার সিলেট ট্যুরিজম ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

ক্লাব সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ৭১ টিভির ব্যুরো চিপ ইকবাল মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও ট্যুরিজম ক্লাবের আজীবন সদস্য আফতাব চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেটের ডিজিএম তারিকুজ্জামান, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি সর্ণলতা রায়, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ পরিদর্শক শাহজালাল মুন্সি, বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক কাজি ওয়াহিদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি দেলওয়ার হোসেন রানা। আরো বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি কবি ইছমত হানিফা চৌধুরী, আব্দুল হান্নান জুয়েল, ফয়জুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ টিপু, অর্থ সম্পাদক সালা উদ্দিন মিরাজ, প্রচার সম্পাদক স্বরুপ চক্রবর্তি, সহ প্রচার সম্পাদক ফরুকান আহমদ, সহ অফিস সম্পাদক নুরুল ইসলাম বাবুল।

উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিদিন সিলেটের ফটো সাংবাদিক নাজমুল কবির পাবেল, ব্যাংকার সাকেরা সুলতানা জান্নাত, সিলেট লন্ডন ফ্রেন্ডশীপ অরগানাইজেশনের সেক্রেটারী কামাল হাসান জুহেল, সাংবাদিক আব্দুল আহাদ, ক্লাব সদস্য ও চিস্তী ফ্যান সিলেটের এজিএম নুর আলম, রোটারীয়ান মনিরুল ইসলাম, তানজিনা ইসলাম মীম, জান্নাত ফেরদৌস, লুনা বেগম রুনা, মাহমুদ মাছুম, আব্দুল বারি সুজন, মাছুম জায়গীরদার, আনিসুল হক জুনেল, আব্দুর রহিম প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়ত করেন ক্লাবের ধর্ম বিষয় সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী। পরে অনুষ্ঠানের ক্লাব সদস্যবৃন্দ এবং অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর