ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
প্রবাসীরা হচ্ছেন আমাদের জাতীয় সম্পদ। জাতীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ আসে প্রবাসী রেমিট্যান্স থেকে। তারা আত্মীয়-স্বজন ছেড়ে বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে যে অবদান রাখছেন সেই তুলনায় তাদের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা দেওয়া হয় না। উল্টো বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হন তারা। তাই প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম।
সিলেটে প্রবাসীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন বক্তারা।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সংবর্ধনার আয়োজন করে বিজয়ের কণ্ঠ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খানের সভাপতিত্বে ও পত্রিকার সাহিত্য সম্পাদক প্রভাষক কবি মামুন সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বিজয়ের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রবাসী হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আরশ আলী গণী, ফখরুল ইসলাম মুন্সি, খছরুল ইসলাম, সায়েম আহমদ, রুস্তম আলী ইস্কান্দর, সিরাজ উদ্দিন ও রাবেল আহমদ।
এমন আয়োজনের জন্য প্রবাসীরা বিজয়ের কণ্ঠ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই আয়োজন আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, সমাজ ও দেশের উন্নয়নের জন্য কাজ করি। অথচ দেশে এলে আমাদের সামাজিকভাবে যথাযথ মূল্যায়ন করা হয় না। এই জায়গায় বিজয়ের কণ্ঠ ফাউন্ডেশন আমাদের সম্মানে এই আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করল। এটা দেখে অন্যরাও প্রবাসীদের মূল্যায়নে উৎসাহিত হবে বলে আমরা আশাবাদী।
এসময় বিদেশের হাইকমিশন ও কন্স্যুলেট অফিসগুলোতে আরও সহজ সেবা নিশ্চিত করার দাবী জানান প্রবাসীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়ের কণ্ঠ’র নিউজ ইনচার্জ দেবব্রত রায় দিপন, অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার ও বিজয়ের কণ্ঠ’র সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা বাচ্চু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়ের কণ্ঠ’র সহ-সম্পাদক আব্দুল খালিক, ব্যবস্থাপনা সম্পাদক সাবুল আহমদ, স্টাফ রিপোর্টার সাহাদ উদ্দিন দুলাল, তানভীর তালুকদার, স্টাফ ফটোগ্রাফার সাহেদ আহমদ শান্ত, কামাল হোসেন মিঠু ও কম্পিউটার ইনচার্জ সমর ব্যানার্জি, অনলাইন প্রেসক্লাবের সদস্য মাসুদ আহমদ রনি ও তরুণ সংগঠক জুবায়ের আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech