কোম্পানীগঞ্জ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

কোম্পানীগঞ্জ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

পাইপগান, কার্তুজ ও মোটরসাইকেল উদ্ধার


নিজস্ব প্রতিবেদন
কোম্পানীগঞ্জ থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি মোটসাইকেলসহ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯।

শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি মো. রিপন মিয়া(২৯)-কে গ্রেপ্তার করা হয়। সে কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেগারগাঁও গ্রামের জজ মিয়ার ছেলে।

রোববার র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রিপন মিয়ার নামে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, খুনের উদ্যোগ, শ্লীলতাহানী, অপরাধমূলক ভীতি প্রদর্শনসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে জেলার কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার থেকে ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি মোটসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর