ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ৭, ২০১৯
নিজস্ব প্রতিবেন
রমজানের প্রথম দিনে সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযানে ৪০৫ বস্তা মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগরের দক্ষিণ সুরমার কদমতলিতে পাইকারি ফল বাজারে অভিযান চালিয়ে এসব খেজুর জব্দ করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত খেজুর নষ্ট করা দেয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবকে সঙ্গে নিয়ে কদমতলী ফল বাজারে অভিযান চালানো হয়। এসময় পঁচা ও মেয়াদোত্তীর্ণ প্রায় ৪০৫ বস্তা খেজুর জব্দ করা হয়। ৪০৫ বস্তায় প্রায় সাড়ে ১২ টন খেজুর ছিল।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ফল মার্কেটের তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেয়াদোর্ত্তীণের তারিখ ছাড়া খেজুর রাখায় আনিসা ফ্রুট এজেন্সিকে ৫০ হাজার টাকা, পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে হানিফ এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও বিসমিল্লাহ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech