ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
রমজানের পবিত্রতা রক্ষা, যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলদারমুক্ত করতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে ইফতারীসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করার অপরাধে বিপূল পরিমাণ মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত সাংবাদিকদের জানান, জনগণের চলাচলের রাস্তা সঙ্কোচিত করে ব্যবসা করা অপরাধ। যারা এই নিকৃষ্ট কাজ করে মানুষকে কষ্ট দেয়, তারা মানবতার শত্রæ উল্লেখ করে মেয়র বলেন, ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহের গুরুত্ব ইসলামে অনস্বীকার্য। সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে বৈধ ভাবে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতে ইসলাম বিশেষভাবে উৎসাহিত করেছে।
তিনি বলেন, জীবিকা নির্বাহের প্রয়োজনে মানুষকে উপার্জনের নানাবিধ পথ বেছে নিতে হয়। রাস্তা সঙ্কোচিত করে মানুষকে কষ্ট দিয়ে উপার্যন হালাল হবে না। তিনি বলেন, ইসলামের দিকনির্দেশনা হ’ল হালাল পথে জীবিকা উপার্জন করা। তাই জনগণের চলাচলের রাস্তা ছেড়ে নির্দিষ্ট স্থানে ব্যবসা করতে হকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
অভিযানে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার এলাকার মার্কেট, বিপনী বিতান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech