ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেছেন গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ। (৯ মে) বৃহস্পতিবার বাদ যোহর নগরের মদিনা মার্কেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধে এ প্রচারপত্র বিতরণ করেন তারা। নেতৃবৃন্দ এসময় বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সিলেট সিটি করর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সাথেও মতবিনিময় করেন।
প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক শহীদ আহমদ চৌধুরী সাজু, দপ্তর সম্পাদক মো. আব্দুল জব্বার শাহী, সদস্য মোহাম্মদ এহছানুল হক তাহের।
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো. কলাই মিয়া, মাসুক মিয়া আশিক, সহ সভাপতি সাইদুল ইসলাম, রাইস এন্ড স্পাইস রেস্টুরেন্টের পরিচালক মো. এমদাদুল হক চৌধুরী মামুন, ব্যবসায়ী জুবেল আহমদ, আবুল বশর ভ‚ইয়া, পিন্টু আহমদ।
এসময় নেতৃবৃন্দ বলেন, রমজান মাস সংযমের মাস, এই মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে। রমজানে ক্রেতা-বিক্রেতা সবাইকে সংযমী হয়ে চলতে হবে। বাংলাদেশে রমজান মাস আসার পূর্বেই কতিপয় স্বার্থন্বেষী ব্যবসায়ীরা অতি মুনাফার আশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে থাকেন। যা অত্যন্ত গর্হিত, নৈতিকতা বিবর্জিত ও সমাজ বিরোধী তৎপরতা বটে। তাই সবাইকে সততার সঙ্গে ব্যবসা করার আহŸান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech