বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায় সিসিকের ইফতার

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায় সিসিকের ইফতার

নিজস্ব প্রতিবেদন
সিলেটের বিভিন্ন দলের রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেট সিটি কর্পোরেশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ মে) দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে এ ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য শেষে মুসলিম উম্মাহ ও নগরবাসীর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন দোপাদিঘীরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়েখ শামছুল ইসলাম আল হাদী।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসন, সিটি কাউন্সিলরবৃন্দ, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজ এবং সিসিকের কর্মকর্তা কর্মচারীসহ নগরের সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর