গরীব দু:স্থদের নিয়ে জসীম উদ্দিন ভূইয়া টাস্ট এর ইফতার

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ১২, ২০১৯

গরীব দু:স্থদের নিয়ে জসীম উদ্দিন ভূইয়া টাস্ট এর ইফতার

নগরের গরীব, অসহায় ও দু:স্থদের নিয়ে ইফতার করেছে জসীম উদ্দিন ভূইয়া টাস্ট। এ উপলক্ষে রোববার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান জসীম উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খান।

সভাপতির বক্তব্যে জসীম উদ্দিন ভ‚ইয়া বলেন, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক দায়িত্ব। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াই, তাহলে তারাও আমাদের মত করে তৃপ্তি সহকারে খাদ্যসামগ্রী ভোগ করতে পারবে। তারা সারাটা দিন রোযা রাখার পর যদি পেট ভরে একমুটো খাবার খেতে না পারে, আর আমরা হাজার রকম খাবার নিয়ে টেবিল সাজিয়ে বসে ইফতার করি তাহলে কেমন দেখায়। তার চেয়ে ভালো, অন্তত প্রত্যেকে একদিন করে হলেও এই মানুষগুলোকে সাথে নিয়ে ইফতার করি। এভাবে রোযার মাসটি অনায়াসে অতিবাহিত হবে। আল্লাহ খুশি হবেন এবং নিজেদের মধ্যেও আত্মতৃপ্তি অনুভ‚ত হবে।

উপস্থিত ছিলেন, শাহিন আহমেদ, শাহজাহান, আরিফুর রহমান, শিহাবুর রহমান শিহাব, মিফতা উদ্দিন, মাহির দাইয়ান, রাকিব আহমেদ টিপুল, আব্দুল গাফফার মুজ্জামিল, তাফরিদ চৌধুরী মাহির, রেদোয়ান আহমেদ মাহিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর