ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
৯ সেপ্টেম্বর সংসদে সরকারি দলের সদস্য খোদেজা নাসরিন আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, মাওয়া-জাজিরা পদ্মাসেতুর কাজ শেষ হলে পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু হবে।
তিনি বলেন, পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। সার্বিকভাবে ইতোমধ্যে ৭৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত ৬.১৫ কিলোমিটার পদ্মাসেতুর কাজ চলমান। এই সেতুর কাজ শেষ হলে দ্বিতীয় পদ্মাসেতুর কাজ ধরা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech