ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বুধবার (২ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আনোয়ার হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ গরু হাটে দুদু মিয়ার জেনারেটর রুমের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৪৯৭০টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- সুজন (২২) পিতা- মৃত মোবারক, সাং- খালপার, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট। গৌরাঙ্গ মালাকার, (৩০), পিতা- ছবি মালাকার, সাং-পশ্চিম বালকি সনাতন পাড়া থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট। মো. আব্দুল করিম (২৬), পিতা- মো. আইয়ুব আলী, সাং-বড়াউট, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট। শহিদ আহমেদ (৩৫), পিতা- আব্দুল মোন্নাফ, গ্রাম- পশ্চিম বালকি, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট। সাগর আহমেদ (১৮), পিতাঃ মো. শাহেদ মিয়া, সাং-লাখাই,থানাঃ হবিগঞ্জ সদর,জেলাঃ হবিগঞ্জ, বর্তমান ঠিকানাঃ আলফাতাহ বডিং এর বাড়াটিয়া সাং-কদমতলি পয়েন্ট বাস টার্মিনাল, থানাঃ দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট। মোঃ বিল্লাল আহমেদ (২৫), পিতাঃ মো. এরশাদ আলী, সাং-পশ্চিম বালকি, থানাঃ দক্ষিণ সুরমা,এসএমপি, সিলেট। মো. ফারুক আহমেদ (৪৫), পিতাঃ সৈয়দ আহমেদ, সাং-মাখডন, থানাঃ মংলা বন্দর, জেলাঃ বাগের হাট, বর্তমান ঠিকানাঃ আকবর মিয়ার বাসার ভাড়াটিয়া সাং পশ্চিম বালকি, থানাঃ দক্ষিণ সুরমা,এসএমপি, সিলেট। মশরফ আলী (৪০), পিতাঃ মৃত রইছ মিয়া, সাং- নাজির গাও, থানাঃ দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech