তিন মাস ধরে মালয়েশিয়া নিখোঁজ প্রবাসী সুমেল

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

তিন মাস ধরে মালয়েশিয়া নিখোঁজ প্রবাসী সুমেল

আমির উদ্দিন মালয়েশিয়া থেকে : তিন মাস ধরে মালয়েশিয়া নিখোঁজ প্রবাসী সুমেল আহমদ এর সন্ধান পেতে, হাইকমিশন, গনমাধ্যম ও কমিউনিটির সহযোগিতা চায় পরিবার ।  ২০০৭ সালে জীবন জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন সুমেল আহমদ নামে এক প্রবাসী। তাহার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামে। পিতার নাম দুদু মিয়া মাথা হুসনা বেগম। বিগত ২৯-০৬-২০১৯ কুয়ালালামপুরের কুচাই লামা থেকে নিখোঁজ হন তিনি। তবে ধারনা করা হচ্ছে তিনি গ্রেফতার হয়েছেন। তাহার পাসপোর্ট, বিসা সহ কোন ধরনের কাগজ পত্র নেই বলে জানিয়েছেন তাহারই এক বন্ধু সাজু মিয়া। তিনি জানান গত ১৯ জনু থেকে আমরা সুমেল কে খুঁজে পাচ্ছি না এমনকি আমাদের সাথে ও সে যোগাযোগ করেনি তবে বিভিন্ন সুত্রে জেনেছি তাকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু খুঁজাখুজি করে তার কোন সন্ধ্যান পাইনি। এমতাবস্তায় তাহার পরিবার উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন প্রতিবেদকের সাথে আলাপে সুমেল এর ছোট ভাই সুহেল আহমদ তার ভাইয়ের সন্ধান পেতে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, জালালাবাদ এসোসিয়েশন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদ, বাংলাদেশ হাইকমিশন সহ সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতার কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর